সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে স্কয়ার ফার্মা
দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহজুড়ে ১৭৫ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় টার্নওভারের শীর্ষস্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটি ধারাবাহিকভাবে ব্যবসায়িক সফলতা অর্জন করায় বিনিয়োগকারীরা এ শেয়ারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। এ কারণে সপ্তাহজুড়ে এর লেনদেন তুলনামূলক বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে স্কয়ার ফার্মার ৬৭ লাখ ২৮ হাজার ২০০টি শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের চার দিন কোম্পানিটি টার্নওভার তালিকার শীর্ষে স্থান পায়। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি এ কোম্পানির ১৫ লাখ ১৮ হাজার ৩৭০টি শেয়ার ৩৮ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ২০০ টাকায় লেনদেন হয়ে কোম্পানিটি তালিকার শীর্ষে উঠে আসে। এরপর যথাক্রমে ১০ ফেব্রুয়ারি ১৩ লাখ ৫৭ হাজার ৩৪০টি শেয়ার ৩৫ কোটি ৫৩ লাখ ৫৬ হাজার ১০০ টাকায়, ১১ ফেব্রুয়ারি ১৩ লাখ ৬৮ হাজার ৯০০টি শেয়ার ৩৫ কোটি ১ লাখ ৬৪ হাজার ৭০০ টাকায় এবং ১২ ফেব্রুয়ারি ১৫ লাখ ৯০ হাজার ২৯০টি শেয়ার ৪২ কোটি ২১ লাখ ১৯ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়ে টার্নওভার তালিকার শীর্ষে উঠে এসেছে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’১৩-ডিসেম্বর’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী স্কয়ার ফার্মার সমন্বিত কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৩০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১১৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা এবং ২.৪৮ টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির মুনাফা বেড়েছে ৩৯ কোটি ৫০ হাজার টাকা।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার আগের দিনের চেয়ে ০.৬ টাকা দর কমে স্কয়ার ফার্মার শেয়ার সর্বশেষ ২৬৬.২ টাকায় লেনদেন হয়।
‘এ’ ক্যাটাগরির স্বয়ার ফার্মার মোট ৪৮ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৬৩টি শেয়ারের মধ্যে ৫৪.২১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৭.১৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ৯.৬৫ শতাংশ প্রবাসী বিনিয়োগকারীদের কাছে এবং বাকি ৮.৯৬ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)