সাতক্ষীরা প্রতিনিধি : দলীয় নির্দেশ অমান্য করায় সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম শুক্রবার রাত ৯টায় তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন- আশাশুনি উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরদার হাফিজুর রহমান এবং শ্যামনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল আযম লেলিন। এর আগে বৃহস্পতিবার তাদের ২৪ ঘণ্টার মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করায় ওই দু’জনকে শোকজ করা হয়েছিল। কিন্তু শোকজের উত্তর না দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)