দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চারজন পরিচালক নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে।

চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর প্রধান কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়েছে। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন দ্য রিপোর্টকে ভোট গণনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্বাচন শেষে দুই বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ২০১৩ সালের এজিএম বিকেল সাড়ে চারটায় এবং ২০১৪ সালের এজিএম হবে বিকেল সাড়ে ৫টায়। ২০১৪ সালের এজিএমে নির্বাচিত চার পরিচালক ও বিএসইসির অনুমোদিত সাতজন স্বতন্ত্র পরিচালকের সম্মতিক্রমে একজন চেয়ারম্যান নির্বাচন করা হবে। তবে ডিমিউচ্যুয়ালাইজেশন আইনানুসারে স্বতন্ত্র পরিচালক থেকেই চেয়ারম্যান নির্বাচিত হবেন।

উল্লেখ্য, সিএসইর পরিচালক নির্বাচনে ১৪৫ জন ভোটার ভোট প্রদান করতে পারবেন।

এদিকে গত ৮ ফেব্রুয়ারি ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেও ১১ ফেব্রুয়ারি জালালাবাদ সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মসিহ মালিক চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে চারটি পরিচালক পদের জন্য নয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

নির্বাচনে অংশগ্রহণকারী নয় প্রার্থী হলেন- বী রিচ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মো. শামসুল ইসলাম, ব্রিটিশ বেঙ্গল সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডা. জামশেদ সানিয়াত আহমেদ চৌধুরী, আইএসপিআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাদা মাহমুদ চৌধুরী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, হাসান শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল আনম চৌধুরী, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মফিজউদ্দিন ও বিএইচ সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক কামাল।

এ ছাড়া বিএসইসির চূড়ান্ত অনুমোদন দেওয়া সাতজন স্বতন্ত্র পরিচালক হলেন বিজিএমইএ-এর সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, বিজিএমইএ-এর সাবেক সভাপতি সফিউল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, আইসিএবির সভাপতি শওকত হোসেন, প্রফেসর মমতাজ ও মাঈনুল ইসলাম মাহমুদ।

জানা গেছে, ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী সিএসইর পর্ষদ হবে ১৩ সদস্যের। এতে চারজন থাকবেন শেয়ারহোল্ডার পরিচালক, সাতজন স্বতন্ত্র পরিচালক, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক (স্ট্র্যাটেজিক ইনভেস্টর ডিরেক্টর) ও স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক। তবে কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ছাড়াই সিএসইর নতুন পর্ষদ গঠন করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)