দ্য রিপোর্ট প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ‘আজকের ছাত্রছাত্রীরাই আগামীতে নেতৃত্ব দেবে। আমাদের সবার উচিৎ তাদের ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে গড়ে তোলা।’

মিরপুর ১৪ তে অবস্থিত শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে তিনি এ সব কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘আজকের এ ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। যাতে তারা গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।’

পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সময়ে যে সব পুলিশ শহীদ হয়েছেন আজকের অনুষ্ঠানে এসে আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এ কে এম শহীদুল হকসহ পুলিশের ডিআইজি ও ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এনইউডি/একে/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)