দ্য রিপোর্ট ডেস্ক : চটকদার চলচ্চিত্র বানানোর জন্য বলিউডে খ্যাত ‘বালাজি মোশন পিকচার’। সর্বশেষ ভৌতিক ও যৌনতা নির্ভর ‘রাগিনি এমএমস-টু’ এর পর এখন নির্মাণ করতে যাচ্ছেন সমকামিতা নিয়ে চলচ্চিত্র। একতা কাপুরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন দানিশ আসলাম। খবর ওয়ান ইন্ডিয়ার।

বালাজির একটি সূত্র জানিয়েছে, ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন আনু মেনন। যিনি ‘লন্ডন প্যারিস নিউইয়র্ক’ ছবিটির পরিচালক। প্রযোজনা সংস্থা বালাজির সঙ্গে একাধিক বৈঠক শেষে পরিচালক দানিশ নিশ্চিত করেছেন, আগামী মে মাসে ছবিটির নির্মাণ শুরু হবে। তিনি আরও জানান, বালাজি সমকামিতা নিয়ে ছবি বানাতে আগ্রহী। গল্প পছন্দ হয়েছে তাদের। মার্চের মধ্যেই ছবিটির অভিনয়শিল্পী চূড়ান্ত করা হবে।

গতানুগতিক সিনেমা বানাতে আগ্রহী নন পরিচালক দানিশ। আর তাই এবার তিনি সমকামিতা বা সমপ্রেমীদের ভালোবাসা নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন। বলিউডে প্রশংসিত ‘ব্রক কে বাদ’ ছবিটির পরিচালকও তিনি।

(দ্য রিপোর্ট/এআর/এইচএসএম/এএইচ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)