দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজস্থানের জয়পুর জেলায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত ও চারজন আহত হয়েছেন।

বলেশ্বর সাতান গ্রামের কাছে শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন হাউস অফিসার (এসএইচও) সুরিন্দর সিং জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাড়ি চালক ছাড়া নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানান তিনি।

নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে ও বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার শব্দ শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয় বলে জানান সুরিন্দর।

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে বলেও জানান তিনি। (সূত্র : জিনিউজ, এএনআই)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এএইচ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)