রংপুরে কবর থেকে জামায়াত-শিবির নেতার মৃতদেহ উত্তোলন
রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকায় এক জামায়াত ও এক শিবির নেতার মৃতদেহ ৪০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পুলিশ নিয়ে এসে শনিবার দুপুরে মৃতদেহ উত্তোলন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
পুলিশ জানায়, ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা ও সংঘর্ষের সময় নিহত হন জামায়াত নেতা মিরাজুল ইসলাম (৩০) ও শিবির নেতা হাদিউজ্জামান হাদি (১৯)। কিন্তু ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফন করা হয়। এ ঘটনায় অধিকতর ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি তাদের পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/আরআই/ইইউ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)