দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৪৮২ রান
দ্য রিপোর্ট ডেস্ক : সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে ৩ টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য (চতুর্থ দিন, শনিবার) ৪৮২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৮ রান তুলেছিল। শনিবার (সকালে ৩.২ ওভার ব্যাট করেছে অস্ট্রেলিয়া) সফরকারীরা ৪ উইকেট হারিয়ে ২৯০ রানে ইনিংস ঘোষণা করেছে। ফলে বিশাল টার্গেট দক্ষিণ আফ্রিকার সামনে এসে দাঁড়িয়েছে।
সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শন মার্শ (১৪৮) ও স্টিভেন স্মিথের (১০০) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিল অস্ট্রেলিয়া। ৪ উইকেট নিয়ে ছিলেন ডেল স্টেইন।
জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলতে পেরেছে ২০৬ রান। এবি ডিভিলিয়ার্স দলীয় সর্বোচ্চ রান করেছেন (৯১)। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল জনসন ৭ উইকেট নিয়েছেন ৬৮ রানে।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারের (১১৫) সেঞ্চুরি ও অভিষেক টেস্ট খেলতে নামা অ্যালেক্স ডুলানেন ৮৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে তুলেছেন।
তবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি স্বাগতিকদের। ১২ রানে ২ উইকেট হারিয়েছে তারা। আর প্রথম ২ উইকেট জনসনের।
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)