অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার
`ধ্রুপদী সাহিত্য রচনায় মনোযোগী হতে হবে’
দ্য রিপোর্ট ডেস্ক : `চট্টগ্রাম ইতিহাসের উঁচুতে ঠাঁই নেওয়া একটি অঞ্চল। দ্রোহ-সংগ্রামে চট্টগ্রাম বিশেষ ভূমিকা পালন করে চলেছে। এ অঞ্চলের কিংবদন্তি ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্যের জগতে কাজ করেননি বটে কিন্তু তিনি অভিভাবকের গুরুদায়িত্ব পালন করেছেন। তিনি মূল্যবোধের সংকট থেকে উত্তরণ ও প্রকৃত শিশুসাহিত্য রচনায় শিশুসাহিত্যিকদের দিক নির্দেশনা দিয়েছেন।’ শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত প্রথমবারের মতো অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার’ ১৩ প্রদান অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।
তারা আরও বলেন, ‘শিশুসাহিত্যের মান বিচারে ছড়ার এখন দুঃসময় চলছে। তাই কোয়ান্টিটি নয় কোয়ালিটির উপর মনোযোগী হয়ে ধ্রুপদী সাহিত্য রচনায় শিশুসাহিত্যিকদের বেশি মনোযোগী হতে হবে।’
‘মাঠের ছবি ঘাটের ছবি’ গ্রন্থের জন্যে হাসনাত আমজাদ, ‘কিশোর ও মেঘ বালিকা’ গ্রন্থের জন্যে ইসমাইল জসীম এবং ‘যুদ্ধদিনের গল্প’ গ্রন্থের জন্যে শিবুকান্তি দাশ এবারের পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে অতিথিরা তাদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন।
ঢাকার তোপখানাস্থ চট্টগ্রাম সমিতি-ঢাকা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরস্কার প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারা আলম। এতে অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ও কবি আবুল মোমেন, শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী ইমাম, ছড়াকার ও ছোটদের কাগজ সম্পাদক লুৎফর রহমান রিটন, জাতীয় গণগ্রন্থাগার মহাপরিচালক ও ছড়াকার আলম তালুকদার, চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক ও কবি রাশেদ রউফ এবং সাপ্তাহিক ‘স্লোগান’ এর সম্পাদক মোহাম্মদ জহির। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।
অনুষ্ঠানে আবুল মোমেন বলেন, ‘সমাজে সঙ্গতিহীন কাজ করার কারণে এখন অনেকেই অভিভাবক হতে পারছেন না। অধ্যাপক মোহাম্মদ খালেদ আঞ্চলিক পত্রিকার সম্পাদক হয়েও পুরো দেশের অভিভাবক হিসেবে গণ্য হয়েছেন।’
লুৎফর রহমান রিটন বলেন, ‘শিশুদের মনোজগৎকে এমনভাবে রাঙিয়ে দিতে হবে যাতে তারা দেশকে হৃদয়ে লালন করে। তাদের সবক্ষেত্রে উপযোগী করতে হবে যাতে তারা দেশকে আলোকিত করতে পারে।’
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)