দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধ আর জামায়াতের ধুয়া তুলে ক্ষমতায় থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিবেশী দেশের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা আয়োজন করে অলকমিউনিটি ফোরাম।

খন্দকার মাহবুব বলেন, ‘সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাই তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। এ সরকার অবৈধ, এদের বেশিদিন চলতে দেওয়া যাবে না। তাদের পায়ের নিচে মাটি নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেই। শুধু মুক্তিযুদ্ধ আর জামায়াতের ধুয়া তুলে ক্ষমতায় থাকা যাবে না। তাদের পতন অবশ্যম্ভাবী।’

তিনি বলেন, ‘এ সরকারকে বিদেশিরা অভিনন্দন জানালেও তারা ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে স্বীকৃতি দেয়নি। সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকার ক্ষমতায় এসেছে। তারা সংবিধান ভঙ্গ করেছে। এ জন্য তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে।’

বিরোধী জোটের আন্দোলনে পুলিশ বাহিনীর গুলি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার পাগলা কুকুর রাস্তায় নামিয়ে দিয়েছে। আর পাগলা কুকুর রাস্তায় থাকলে ভদ্র লোকেরা রাস্তায় নামবে না এটাই স্বাভাবিক।’

সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া, হাবিবুর রহমান হাবিব, জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/আরকে/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)