‘জুনেই পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে’
মুন্সীগঞ্জ সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুনেই স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ শুরু হবে। পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, চরম বাস্তবতা। পদ্মা সেতুর প্রাথমিক নির্মাণ কাজের আওতায় নদীর দুই পাশে এক হাজার ৬০০ কোটি টাকার কাজ চলছে। কিছুদিনের মধ্যে আরও ৯০ কোটি টাকার কাজ যুক্ত হবে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে শনিবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প সাইট পরিদর্শন করতে এসে তিনি এ সব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংকের নির্ধারিত প্রতিষ্ঠানগুলো সেতুর প্রাথমিক কাজগুলো করছে।
সেতুর মূল অবকাঠামোর কাজও বিশ্বব্যাংকের নির্ধারিত প্রতিষ্ঠান করবে। এ সময় মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি বছরের জুলাই মাসের মধ্যে সেতু নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ নদীশাসন কাজ শুরু করা হবে।
কাজ শুরু হওয়ার সাড়ে তিন বছরের মধ্যে সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)