বাহরাইনে বিক্ষোভের বর্ষপূর্তিতে বিস্ফোরণে নিহত ১
দ্য রিপোর্ট ডেস্ক : রাজতন্ত্রবিরোধী বিক্ষোভের বর্ষপূর্তি উদযাপনে শুক্রবার আয়োজিত বাহরাইনের এক বিক্ষোভ সমাবেশে বোমা বিস্ফোরণে এক পুলিশ নিহত হয়েছেন। এ দিন আরও মোট চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিক্ষোভকারীরা মূলত দেশটির শিয়া সম্প্রদায়ের লোক। ২০১১ সালের এ দিনে তারা তাদের সম্প্রদায়ের প্রতি সুন্নীদের বৈষম্যমূলক আচরণ ও আরও নাগরিক সুযোগ-সুবিধার জন্য বিক্ষোভ শুরু করেন।
এ ছাড়া তাদের আরেকটি প্রধান দাবি ছিল, দেশটিতে চলমান নিরঙ্কুশ রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্র কায়েম করা। প্রসঙ্গত, দেশটিতে শিয়ারাই সংখ্যাগরিষ্ঠ।
আরব বসন্ত থেকে অনুপ্রেরণা নিয়েই বাহরাইনের শিয়াদের এই আন্দোলনের সূচনা হয়। তিন বছর আগে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চালানোর স্থলে শুক্রবার বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।
২০১১ সালে ওই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলে আসছে।
এ ছাড়া সরকার ও বিরোধীদের মধ্যে এ পর্যন্ত দুদফা নিষ্ফল শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই তৃতীয় দফার শান্তি আলোচনা শুরু হবে বলেও জানা গেছে। সূত্র : বিবিসি।
(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)