পিরোজপুরে ব্যবসায়ী নিখোঁজ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মাসুদুর রহমান খান দোয়েল নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ দোয়েল পিরোজপুর শহরের রাজারহাটের খান ট্রেডার্সের মালিক। তিনি পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচালক।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে। এ বিষয়ে পিরোজপুর থানায় শুক্রবার রাতেই একটি জিডি করা হয়েছে।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দোয়েলের নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করার পর বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ বিষয়টি নিয়ে র্যাবও কাজ করছে।
(দ্য রিপোর্ট/এফআইবি/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)