যশোরে জ্বালানি তেল ব্যবসায়ীদের সাধারণ সভা
যশোর অফিস : বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এবং পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় আলহাজ আবদুল গফ্ফারকে সভাপতি ও হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
যশোর পৌর কমিউনিটি সেন্টারে শনিবার সকাল থেকে দিনব্যাপী এ সাধারণ সভা চলে। এতে সভাপতিত্ব করেন, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ হাবিবুর রহমান।
সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, খুলনা বিভাগীয় সভাপতি এসএম ওবায়দুল কাদের, উপদেষ্টা সাবেক এমপি আলহাজ আবদুল গফ্ফার, আলহাজ মোজাফ্ফর রহমান, এসকে দত্ত প্রমুখ। সাধারণ সভায় খুলনা বিভাগের ১০ জেলার সংগঠনভুক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/একে/ইইউ/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)