দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ
কলকাতা প্রতিনিধি : বিজেপি সরকার গঠনের ডাক ফিরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করলেন উপ-রাজ্যপাল নজিব জং৷ ভারতের রাষ্ট্রপতির কাছে শনিবার এই সুপারিশ করেন তিনি৷
একইসঙ্গে সদ্য পদত্যাগ করা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করে বিধানসভা জিইয়ে রাখার সুপারিশও করেছেন তিনি৷ সাংবিধানিক ভাষায় এই পদ্ধতিকে বলা হয় ‘সাসপেন্ডেড অ্যানিমেশন’৷ জংয়ের সুপারিশ গৃহীত হলে বিধানসভা জিইয়ে রেখেই দিল্লিতে জারি হবে রাষ্ট্রপতির শাসন৷
এদিকে আম আদমি পার্টি দিল্লি সরকার থেকে সরে যাওয়ার পর বিধায়ক সংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দল বিজেপিকে সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছিলেন উপ-রাজ্যপাল৷ কিন্তু বিজেপি সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে তিনি এ সুপারিশ করেন।
তবে এখনই এ সমস্যার সমাধান না হলে লোকসভা নির্বাচনের সময় দিল্লিতে ফের বিধানসভা নির্বাচন হতে পারে।
(দ্য রিপোর্ট/এসএম/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)