দ্য রিপোর্ট প্রতিবেদক : শনিবার শুরু হল রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ ২০১৪ মডেল প্রতিযোগিতার গ্রুমিং। রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে এই গ্রুমিং উদ্বোধন করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

ফ্যাশন হাউস ‘রঙ’-এর ২০ বছরে পদার্পণ উপলক্ষে আরটিভির সঙ্গে এই প্রতিযোগিতা শুরু হয়। চলতি মাসেই অডিশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে মডেল ইয়েস কার্ড পেয়ে নির্বাচিত হয়। এখন ৪০ জন প্রতিযোগী থেকে গ্রুমিং, ফটোশুটসহ বিভিন্ন ধাপে সর্বশেষ ২০ জন নির্বাচিত করা হবে। যারা পরবর্তী সময়ে আরটিভির বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম এবং রঙের মডেল হতে পারবেন।

গ্রুমিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডিজাইনার বিপ্লব সাহা, ফটোগ্রাফার সাফাওয়াত খান সাফু এবং কোরিওগ্রাফার কামরুল। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় চলতি মাসেই আরটিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)