দ্য রিপোর্ট প্রতিবেদক : আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘যুদ্ধ এবং উপনিবেশ ১৯১৪-১৯১৮’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রথম বিশ্বযুদ্ধের মর্মান্তিক সংঘাতের শতবার্ষিক উদযাপনের অংশ হিসেবে আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচির ঘোষণা ও তাৎপর্য বিশ্লেষণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রথম মহাযুদ্ধের বিভিন্ন রণাঙ্গনে ঔপনিবেশিক বাহিনীর ৩৫টি বিরল ও দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পরবর্তীকালে প্রদর্শনীটি মুক্তিযুদ্ধ যাদুঘরের অডিটোরিয়ামে ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ‘যুদ্ধ ও উপনিবেশবাদ ১৯১৪-১৯১৮’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজনে ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐতিহাসিকরা অংশগ্রহণ করবেন।

উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন বাবু কামিসেঠি, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি জিয়া উদ্দিন তারিক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. ইফতেখার ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশিদ এবং আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন।

(দ্য রিপোর্ট/কেএম/ডব্লিউএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)