চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন লিমিটেডে (কেইপিজেড) বিদেশি জুতা তৈরির কারখানায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন দমকল বাহিনীর অগ্নিনির্বাপক দলের সদস্যরা।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, দুপুর ১টায় লাগা আগুন বিকেল ৫টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আগুনে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, আগুনে জুতা তৈরির ওই কারখানায় বিপুল পরিমাণ কাঁচামাল, রাসায়নিক পদার্থ, জুতার সোল, প্রিন্টিং মেশিন পুড়ে গেছে। কারখানার স্টিল স্ট্রাকচারের সেমিপাকা একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ইপিজেড থানার ওসি আবুল বলেন, জুতা তৈরির মালিক তাইওয়ানের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। রাসায়নিক গুদামে আগুন লাগায় সেটি ভয়াবহ আকার ধারণ করে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)