চৌগাছায় পিকনিক বাস পুকুরে, ৭ শিশু নিহত
যশোর অফিস : চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলায় স্কুল ছাত্রছাত্রী ভর্তি একটি পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশু নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই বাসটি মেহেরপুরের মুজিবনগরে পিকনিক শেষে ফেরার পথে শনিবার রাত ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিশুরা হলো- আঁখি, সাব্বির, সুরাইয়া, শান্ত, মিথিলা, শাহানারা ও আকিল।
চৌগাছা প্রেস ক্লাবের সভাপতি ও ঘটনাস্থলের পার্শ্ববর্তী গ্রাম পাতিবিলার বাসিন্দা অধ্যক্ষ আবু জাফর জানান, বাসটি ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। রাস্তাটির ওপর সে সময় বীজ তৈরির জন্য ডাঁটা (সবজি) ফেলে রেখেছিল চাষিরা। সন্ধ্যার পর ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ডাঁটা পিচ্ছিল হয়ে যায়। এ সময় পিকনিকের বাসটির চালক হঠাৎ ব্রেক কষলে সেটি পিছলে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই গ্রামবাসী ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।
চৌগাছা থানার ওসি মতিয়ার রহমান খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। রাত ৯টা ৫০ মিনিটে তিনি ঘটনাস্থল থেকে টেলিফোনে জানান, চৌগাছা থানা পুলিশ এখনও পুকুরটিতে নেমে হতাহতদের খুঁজছে। ওসি জানান, আহতের সংখ্যা ২৫-এর কম নয়।
রাত ৯টা ৫ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থানীয় সাংবাদিক রহিদুল ইসলাম খান টেলিফোনে জানান, নিহত সাত শিশুর মধ্যে পাঁচজন মেয়ে ও দুজন ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। তাদের মধ্যে প্রায় ২০ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত পৌনে ১০টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চার আহত শিশুকে আনা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এত শিশু হতাহতের ঘটনায় চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়েছে। হাজার হাজার মানুষ ভিড় করছে হাসপাতালটিতে।
(দ্য রিপোর্ট/একে/এএস/জেএম/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)