চট্টগ্রামে বাসচাপায় পথচারী নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বাসের চাপায় পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই থানার এসআই বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসটি মিরসরাই পৌর সদর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনপথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং দুজন গুরুতর আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএ/এম/অক্টেবর ১০, ২০১৬)