খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পরিষদে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ভুঁইয়াকে সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে দ্বিতীয় দফা বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সূত্র নং-বিএনপি/বহিষ্কার/৭৭/১৯/২০১৪ তারিখ পত্রমূলে এ বহিষ্কারের কথা জানান।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভুঁইয়াকে ১১ ফেব্রুয়ারি সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বেলায়েত হোসেন ভুঁইয়া এ বহিষ্কার প্রত্যাখ্যান করে তাকে জেলা বিএনপি বহিষ্কারের এখতিয়ার রাখে না এবং যারা কমিটি অনুমোদন দিয়েছেন তিনিই বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারেন মর্মে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন।

দলীয় সূত্র জানায়, খাগড়াছড়ি জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ভোটে রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া ফরহাদকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয় কিন্তু বেলায়েত হোসেন ভুঁইয়া তা অমান্য করে চেয়ারম্যান পদ প্রার্থী হন।

(দ্য রিপোর্ট/এইচএমএফ/এএস/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)