চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার নন্দনকানন এলাকায় স্বামীর ইটের আঘাতে স্ত্রী মরিয়ম বেগমের (৩৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী রুবেলকে গ্রেফতার করেছে। সোমবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত রুবেলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার কাটিরহাটে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ছিন্নমূল এ দম্পতি নগরীর নন্দনকানন কাটা পাহাড় এলাকায় সড়কের পাশে ভাসমান সংসার করতো। স্বামী রুবেল একজন মাদকাসক্ত। সে মদ কেনার টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যান। এ ব্যাপারে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/অক্টোবর ১০, ২০১৬)