চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর ৭ বছর কারাদণ্ড
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মাদক মামলায় শাহ আলম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম পঞ্চম অতিরিক্তি জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরে আলম এ রায় দেন।
শাহ আলম জেলার আনোয়ারা থানার পূর্ব গহিরার মৃত হাজি মিয়ার ছেলে।
অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৬ সালের ৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শাহ আলমের বাড়ি থেকে ১৯ বোতল বিয়ার ও ৪টি ক্যান উদ্ধার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হক বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০০৮ সালের ২৭ এপ্রিল বিচার শুরুর নির্দেশ দেন আদালত। মামলার ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/অক্টোবর ১০, ২০১৬)