দিরিপোর্ট২৪ প্রতিবেদক : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আসন (সিট) উপহার দিয়েছিলেন, তেমনি আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিবেন। এসময় জনগণকে হাত উঁচু করিয়ে তিনি বলেন, ওয়াদা করুন নৌকা মার্কায় ভোট দিবেন।

মঙ্গলবার বিকেলে নওগাঁয় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আরো বলেন, যারা উড়ে এসে জুড়ে বসে তারা দেশের উন্নয়ন করে না। বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। ২৮ বছর ক্ষমতায় ছিলেন তারা। কিন্তু তারা দেশের কোনো উন্নয়ন করেননি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষ ও জনগণের দল। তাই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়ন হয়। জনগণ শান্তিতে থাকে। জনগণ শান্তিতে থাকুক বিএনপির নেত্রী তা পছন্দ করেন না। এজন্য তিনি বোমা মেরে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেন।

তিনি তার শাসনামলের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত এবং জনগণের জীবনমান উন্নত রাখতে সরকার গঠন করার জন্যে জনগণের কাছে ভোট চাইলেন।

স্থানীয় আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেন।

(দিরিপোর্ট২৪/এসবি/নভেম্বর ০৫, ২০১৩)