‘বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে’
খুলনা ব্যুরো : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে যা স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে নিরক্ষরমুক্ত সুখী-সমৃদ্ধ দেশ হবে।
শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার শাহপুর মধুগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পড়ালেখার জন্য শারীরিক সুস্থতা বিশেষ প্রয়োজন এবং শারীরিক সুস্থতার জন্য ক্রীড়া অনুশীলনের গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিতেও অবদান রাখে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিটি স্কুল-কলেজে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরবরাহের কার্যক্রম চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এ দেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। এ দায়িত্ব থেকে পিছু হটা যাবে না।
তিনি কলেজের উন্নয়নের জন্য তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- তিন নম্বর রুদাঘরা ইউপি চেয়ারম্যান জিএম আমানুল্লাহ এবং কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ। পরে প্রতিমন্ত্রী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সকালে প্রতিমন্ত্রী ডুমুরিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এবং খুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
(দ্য রিপোর্ট/এটি/এপি/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)