সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি নেতাকে পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা দ্য রিপোর্টকে জানান, শনিবার রাত সাড়ে ৮টার সময় উল্লাপাড়া বাজার থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে আজাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১০টি রাজনৈতিক সহিংসতা ও নাশকতার মামলা থাকায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একদল সাদা পোশাকধারী পুলিশ ওই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)