‘হামজা ব্রিগেড’কে অর্থায়ন, চট্টগ্রামের ব্যবসায়ী ঢাকায় গ্রেফতার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম মনজুর এলাহী।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে বলে জানায় র্যাব-৭।
বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টায় র্যাব সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, ব্যবসায়ী মনজুর এলাহীর বিরুদ্ধে হামজা ব্রিগেডকে ৫ লাখ টাকা অর্থায়নের অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ (বুধবার) বিকেলে তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে এর আগে কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩ আইনজীবীকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল র্যাব। বর্তমানে তারা জামিনে রয়েছেন।
(দ্য রিপোর্ট/এমকে/এম/অক্টোবর ১২, ২০১৬)