বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সাড়ে ৭শ’ মিলিলিটার দেশীয় মদসহ ৩ মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে আদমদীঘির সান্তাহার পূর্বাশা সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর সুলতানপুর এলাকার মুকুল হোসেনের পুত্র তানভির হোসেন (২০) আসাদ আলীর পুত্র আরিফ হোসেন (২২) ও কাহালুর মদনা এলাকার বেলাল হোসেনের পুত্র রাজু আহম্মেদ (২২)। এ ব্যাপারে আদমদীঘি থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আদমদীঘির সান্তাহার পূর্বাশা সিনেমা হলের সামনে থেকে শুক্রবার রাতে বোতলে করে সাড়ে ৭শ’ মিলিলিটার দেশীয় মদ বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত মাদক বিক্রেতাদের আদালতে প্রেরণ করা হয়।

(দ্য রিপোর্ট/এএইচ/এপি/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)