চট্টগ্রাম বিমানবন্দরে লিবিয়ায় পাচারকালে ৩৯ জন আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অভিযান চালিয়ে অবৈধভাবে লিবিয়া পাচারের সময় ৩৯ জনকে আটক করেছে র্যাব।
বুধবার রাতভর অভিযান পরিচালনা করে এসব বিদেশগামীকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।
তিনি জানান, বিপুলসংখ্যক লোককে গোপনে অবৈধভাবে লিবিয়া পাচারের খবর পেয়ে র্যাবের একটি দল গতকাল সন্ধ্যা থেকে মূলত অভিযান শুরু করে। রাতভর অভিযান শেষে ৩৯ জনকে আটক করা হয়েছে।
তাদের র্যাব-৭ এর পতেঙ্গা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ পাচারের সঙ্গে জড়িত দালালদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
চন্দন দেবনাথ আরও জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে র্যাব কার্যালয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং করা হবে।
(দ্য রিপোর্ট/এআরই/এনআই/অক্টোবর ১৩, ২০১৬)