উল্লাপাড়ায় বিএনপি নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ সংবাদদাতা : নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন আজাদকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা সদর থেকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল দ্য রিপোর্টকে জানান, আজাদ নাশকতা, পুলিশের কাজে বাধা প্রদান ও নৈরাজ্যের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। নিরাপত্তার কারণে রাত ৮টার দিকে তাকে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)