দ্য রিপোর্ট ডেস্ক : আপ সাম্রাজ্যের পতনের পেছনে কারণ হিসেবে ‘তাদের সংবিধান বহির্ভূত পদক্ষেপই দায়ী’ বললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত৷

দিল্লি প্রদেশ কংগ্রেস নেত্রীর ভাষায়, সংবিধান অগ্রাহ্য করে একের পর এক পদক্ষেপই আপ সরকারের পতনের কারণ৷

দিল্লি বিধানসভায় জনলোকপাল বিল পেশ করতে না পেরে শুক্রবার পদত্যাগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ সরকার ফেলে দেওয়ার কারণ হিসেবে কেজরিওয়াল বিজেপি-কংগ্রেস ‘অশুভ আঁতাত’কে দায়ী করেছেন৷

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শীলা দীক্ষিত শনিবার বলেন, ‘দিল্লির সমস্যা নিরসনে উদ্যোগী হলেও, আমি মনে করি সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কাজ করেছে দিল্লি সরকার৷ ফলে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি৷’

আপ সরকারকে বাইরে থেকে সমর্থন জোগানোর বিষয়ে প্রশ্ন করা হলে শীলা দীক্ষিত জানান, আপের নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির বহর দেখে কংগ্রেসের আশা ছিল দিল্লিবাসীর কল্যাণ সাধনে সচেষ্ট হবে আপ সরকার৷ তাই তাদের সমর্থন দেওয়া হয়েছিল৷

(দ্য রিপোর্ট/এমএটি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)