বড়লেখায় মনোনয়নপত্র দাখিল
মৌলভীবাজার প্রতিনিধি : জেলার বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন শনিবার চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র গ্রহণ করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান।
বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী রফিকুল ইসলাম সুন্দর মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া বিএনপির আব্দুল হাফিজ, মুজিবুর রহমান খছরু, প্রবাসী দারাদ আহমদ, মুজিবুর রাজা চৌধুরী, জাতীয় পার্টির (এরশাদ) একক প্রার্থী আব্দুল আহাদ, জামায়াতের একক প্রার্থী এমাদুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী বিবেকানন্দ দাস, বিএনপির সাইফুল ইসলাম, সুমন আহমদ, রহিম বক্ত মুসা, জাতীয় পার্টির (এরশাদ) একক প্রার্থী বাবরুল হোসেন রিয়াজ মনোনয়নপত্র জমা দেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী রাজিয়া সুলতানা ও রাহেনা বেগম হাসনা মনোনয়নপত্র জমা দেন।
(দ্য রিপোর্ট/টিএফ/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)