খুলনা ব্যুরো : খুলনার পাইকগাছায় ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন সর্বমোট ২৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কবির উদ্দীন দ্য রিপোর্টকে জানান, শনিবার চেয়ারম্যান পদে ১০টি, ভাইস চেয়ারম্যান পদে ১০টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রশীদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, শেখ সোহরাওয়ার্দি, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট স ম বাবর আলী, ডা. আব্দুল মজিদ, শেখ ইমাদুল ইসলাম, উপজেলা জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সিপিবি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী জি এম আবদার রশিদ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহাজান সিরাজ সাজু, এস এম মুজিবর রহমান, কেন্দ্রনাথ মণ্ডল, শেখ কামাল হোসেন, এস এম সামছুর রহমান, মো. আব্দুল গফুর, মুজিবর রহমান সানা, শেখ সামছুল আলম পিন্টু, দেবব্রত কুমার মণ্ডল ও কুমারে মণ্ডল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাবেয়া হোসেন, শাহানারা খাতুন, দিপ্তী চক্রবর্তী ও মাসুমা খাতুন।

(দ্য রিপোর্ট/এটি/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)