পাভেল রহমান, দ্য রিপোর্ট : মুক্তির পর থেকে রীতিমতো ঝড় তুলেছে অমিতাভ রেজা পরিচালিত চলচ্চিত্র ‘আয়নাবাজি। এ সপ্তাহে সারাদেশে ৪৪টি প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহে ১৯টি হলে মুক্তি পায় ‘আয়নাবাজি’।

চলতি সপ্তাহে দর্শক চাহিদার কারণে হল মালিকরা আগ্রহী হয়ে উঠেছেন সিনেমাটি প্রদর্শনে। এই সপ্তাহে ৪৪টি হলে প্রদর্শিত হচ্ছে ‘আয়নাবাজি’। এ চলচ্চিত্রের নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এ তথ্য দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গুণী এই নির্মাতা বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী ১ লাখ ৮৪ হাজার ২ শত ৮২জন দর্শক আয়নাবাজি দেখেছেন। গত ৯ অক্টোবর পর্যন্ত টিকিট বিক্রির উপর এই হিসাব করা হয়েছে। এরপর এক সপ্তাহে আরও অনেকেই দেখেছেন। সব মিলিয়ে আমাদের ধারণা প্রায় তিন লাখের মতো দর্শক হলে গিয়ে টিকিট কিনে আয়নাবাজি দেখেছেন। সিনেমাটিকে ঘিরে দর্শকের দারুণ আগ্রহ তৈরি হয়েছে। দর্শক হলে যাচ্ছে।’

অমিতাভ রেজা আরও বলেন, দর্শকের ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে। দর্শক চাহিদার জন্য হল মালিকেরা সিনেমাটি প্রদর্শনে আগ্রহী হয়ে উঠেছে। আগামীতে আরও বেশী সংখ্যক সিনেমা হলে ‘আয়নাবাজি’ প্রদর্শিত হবে। আমরা দেশের সব মানুষকে সিনেমাটি দেখাতে চাই।’

বিদেশের প্রেক্ষাগৃহে আয়নাবাজি মুক্তি দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানান অমিতাভ রেজা। তিনি বলেন, সিয়াটলে আগামীকাল আয়নাবাজি সিনেমার একটি প্রদর্শনী হবে। নভেম্বরে কয়েকটি দেশে বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। আশা করি সব কিছু চূড়ান্ত করে সবাইকে জানাতে পারবো।’

‘আয়নাবাজি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন নাবিলা। গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন ইফফাত তৃষা। বিশেষ চরিত্রে অভিনয় করছেন পার্থ বড়ুয়া। আরও রয়েছেন- গাউসুল আলম শাওন, এজাজ, সোহেলসহ অনেকে।

কনটেন্ট ম্যাটারস লিমিটেড প্রযোজিত ও হাফ স্টপ ডাউন লিমিটেডের নির্মিতব্য ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন গাউসুল আলম শাওন। সংলাপ লিখেছেন অনম বিশ্বাস ও আদনান আদীব খান। চিত্রগ্রহণে রয়েছেন রাশেদ জামান।

(দ্য রিপোর্ট/পিএস/এমকে/এনআই/অক্টোবর ১৫, ২০১৬)