রাজবাড়ী সংবাদদাতা : ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদের পবিত্র ওরশ শরীফে যোগ দিতে রাজবাড়ী রেল স্টেশন থেকে ২২ বগির স্পেশাল ট্রেনটি ছেড়ে গেছে। শনিবার রাত ১০টায় দুই হাজার ১০৭ মুসল্লি নিয়ে ট্রেনটি যাত্রা করে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ১৯০২ সাল থেকে প্রতি বছর ওরশে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য এ ট্রেনের ব্যবস্থা করা হয়ে থাকে।

সরকারি ব্যবস্থাপনায় এ বছর ২২টি বগি (কোচ) সংযোজন করা হয়েছে ট্রেনটিতে। এতে এক হাজার ১৯৫ পুরুষ, ৮৪৪ নারী ও ৬৮ শিশুসহ মোট দুই হাজার ১০৭ মুসল্লির স্থান হয়েছে।

আঞ্জুমান-ই কাদরিয়া বাংলাদেশ (ট্রেন লিডার) রাজবাড়ীর সভাপতি কাজী এরাদত আলী জানান, প্রতি বছরের মতো এবারও বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রা.) এর ২০তম বংশধর হযরত আলী আব্দুল কাদের সামশুল কায়েদ শাহ্ মোরশেদ আলী আল-কাদরী আল হাসানী ওয়াল হুসাইনী আল্ বাগদাদী আল মেদিনীপুরী (র.) এর ১১৩তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে এটি পালিত হবে।

তিনি আরও জানান, ভারতের রানাঘাট থেকে ট্রেনের শুধু ইঞ্জিন বদল হবে। ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।

(দ্য রিপোর্ট/কেটিএম/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)