নীলফামারী প্রতিনিধি : এমনিতে আলুর দাম নেই। এর ওপর শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবারও অব্যাহত থাকায় মাঠের আলু নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন নীলফামারীর চাষিরা।

আলুর দরপতনে ভয়াবহ লোকসান পুষিয়ে নিতে জমিতে থাকা আলুর ওপর যখন নির্ভর করছেন চাষিরা তখন হঠাৎ এই বৃষ্টি তাদের কপালে নতুন ভাঁজ ফেলেছে।

চাষিদের মতে, এই বৃষ্টির ফলে আলুর পচন ছাড়াও সংরক্ষণ উপযোগী আলুর অভাব এবং আলুর ভেতরে কালচে ভাব দেখা দেবে।

জেলা কৃষি বিভাগ জানায়, এ অবস্থা অব্যাহত থাকলে আলুর ক্ষতি হতে পারে।

শনিবার দুপুর পর্যন্ত জেলায় ৭.৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।

বৃষ্টির কারণে নতুন করে জেঁকে বসেছে শীত। ফলে ছিন্নমূল ও হতদরিদ্ররাও চরম বেকায়দায় পড়েছেন।

(দ্য রিপোর্ট/এমএএএম/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)