লালমনিরহাট সংবাদদাতা : সীমান্তে নিরীহ মানুষ হত্যা ও আটক, কাঁটাতারের বেড়া কেটে গরু ও মাদক চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভারতের অভ্যন্তরে ৮৪২/১ এস পিলারের নিকট এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পাঁচ সদস্য দলের নেতৃত্ব দেন ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লালমনিরহাটের অধিনায়ক লে. কর্নেল মো. শফিউল আলম খান। বিএসএফের সাত সদস্যের দলের নেতৃত্ব দেন ১০৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট ভিরেন্দ্রার সিং।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ২২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট অজয় লুথারা ও ১৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট অমিতাব পানওয়ার।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

(দ্য রিপোর্ট/টিআই/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)