দিনাজপুর সংবাদদাতা : জেলায় ডায়রিয়া ও শীতজনিত রোগের কারণে ৪০ শিশু হাসপাতলে ভর্তি হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৭ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

দিনাজপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্র ও শনিবার ডায়রিয়া ও শীতের কারণে আক্রান্ত হয়ে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গত দুদিনে ডায়রিয়া ওয়ার্ডেই ভর্তি হয়েছে ৫০ শিশু। শিশু ওয়ার্ডে ঠাণ্ডাজনিত কারণে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২০ শিশু। এর মধ্যে কিছু চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে।

অন্যদিকে, হাসপাতালে বেডের সঙ্কট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অধিকাংশ শিশুর। পাশাপাশি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল ওয়াহেদ জানান, ব্যাকটেরিয়া ও রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এ ছাড়া ঠাণ্ডা মৌসুমে অভিভাবকদের অসাবধানতার কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।

তিনি শিশুদের ঠাণ্ডায় ঘরের বাইরে বের না করা এবং তাদের গরম কাপড় দিয়ে সব সময় পেঁচিয়ে রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।

(দ্য রিপোর্ট/এমআইআর/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)