দুই তরুণী এখন ভিকটিম সাপোর্ট সেন্টারে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সাত মাস আগে ভারতে পাচার হওয়া দুই তরুণী সোনিয়া আখতার ও স্বপ্না আখতারের ঠাঁই হয়েছে রাজশাহীর ভিকটিম সাপোর্ট সেন্টারে। চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত থেকে শুক্রবার রাতে তাদের উদ্ধার করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর জানান, মাদারীপুরের আরজ আলী হাওলাদারের মেয়ে সোনিয়া আখতার ও জামালপুরের মৃত সুরুজ আলীর মেয়ে স্বপ্না আখতারকে ৭ মাস আগে রাজশাহীর সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়। তাদের চেন্নাইয়ের একটি এলাকায় এক দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে একটি বাড়িতে তাদের আটকে রাখা হয়। পরে তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে।
তিনি আরও জানান, শুক্রবার রাতে সীমান্ত পার হয়ে আসার সময় ফতেপুর সীমান্তে বিজিবর টহল দল তাদের উদ্ধার করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশ তাদের রাজশাহীর ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার ব্যবস্থা করে।
পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান লে. কর্নেল আবু জাফর।
(দ্য রিপোর্ট/এআরএন/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)