সাতক্ষীরা প্রতিনিধি : জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। এখানে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে শেখ অহেদুজ্জামান (আওয়ামী লীগ), শেখ মোজাহার হোসেন কান্টু (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), শেখ আবদুস সাত্তার (বিএনপি), বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন (জাতীয় পার্টি) ও মো. আজিজুর রহমান (জামায়াত) মনোনয়নপত্র জমা দেন।

ভাইস চেয়ারম্যান পদে কাজী মোফাখখারুল হক নিলু (স্বতন্ত্র), আবদুল হামিদ সরদার (স্বতন্ত্র), আবদুর রউফ (জামায়াত), লতিফুর রহমান (স্বতন্ত্র), আবদুল খালেক (স্বতন্ত্র), এটিএম শরিফুল আজাদ (বিএনপি), শেখ সাঈদ মেহেদী (আওয়ামী লীগ), শেখ রিয়াজউদ্দিন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) মনোনয়নপত্র জমা দেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন রোজিনা পারভিন (আওয়ামী লীগ), জেবুন্নাহার (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), জয়নাভ পারভিন (জামায়াত), ডলি ইসলাম (বিএনপি) ও সাহিদা সুলতানা (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী)।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার প্রবীর কুমার মল্লিক এ সব তথ্য নিশ্চিত করে বলেন, ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন এবং ১৫ মার্চ তৃতীয় দফায় কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)