দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নতুন ভোটার হওয়া যাবে। তবে নির্বাচন প্রস্তুতির জন্য ভোটার তালিকায় স্থানান্তর মঙ্গলবার থেকে বন্ধ থাকবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মো.জাবেদ আলী বলেন, ‘এখনও যারা ভোটার হতে পারেননি তফসিল ঘোষণা পর্যন্ত তারা নিজ এলাকায় নির্বাচন অফিসে গিয়ে ভোটার ফরম পূরণ করে ভোটার হতে পারবেন। তবে ভোটার তালিকা ছাপা হয়ে বিভিন্ন এলাকায় পাঠানোর কারণে আপাতত ঠিকানা স্থানান্তরের ঝামেলা আমরা করছি না।’

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)এর নিবন্ধনের ব্যাপারে তিনি বলেন,‘আরপিও অনুযায়ী বিএনএফ কয়েকটি ধাপ পেরিয়েছে। এখন শুধুমাত্র আপত্তি নিষ্পত্তির ধাপ পেরোলে তারা নিবন্ধনের জন্য চূড়ান্ত হবে।’ বিএনএফকে টেলিভিশন প্রতীক দিয়ে এই বিষয়ে গণবিজ্ঞপ্তি দেয়ারও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জামায়াতের নিবন্ধন বাতিল প্রসঙ্গে মো.জাবেদ আলী বলেন, ‘হাইকোর্টের রায়ের কপি পেলে আমাদের যা যা করতে হয় তাই করা হবে।’

(দিরিপোর্ট২৪/এমএস/এইচএস/ এমডি/নভেম্বর ০৫, ২০১৩)