দামুড়হুদায় আ'লীগ-জামায়াতের একক প্রার্থী, বিএনপির ৭
চুয়াডাঙ্গা প্রতিনিধি : তৃতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চুয়াডাঙ্গার দামুড়হুদায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, বিএনপির ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের একক প্রার্থী এবং বিএনপির তিন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও জামায়াত কোনো প্রার্থী দেয়নি।
দামুড়হুদা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, জামায়াতের জেলা সেক্রেটারি ও দামুড়হুদার হাউলী ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি (মোজাম্মেল-দুদু গ্রুপ) ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, বিএনপির (অহিদুল ইসলাম বিশ্বাস গ্রুপ) খাজা আবুল হাসনাত, বিএনপি নেতা (অহিদুল ইসলাম বিশ্বাস গ্রুপ) ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, রফিকুল হাসান তনু, আব্দুর রব, সেলিম মেহেফুজ সিল্টন ও ইজাজুল হক মেরাজ।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম (আওয়ামী লীগ), আব্দুল কাদের (জামায়াত), প্রভাষক আবুল হাশেম (বিএনপি), হাবিবুর রহমান বুলেট (বিএনপি) ও রবিউল হোসেন শুকলাল (বিএনপি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আকবর লাইলী (আওয়ামী লীগ) ও ছালমা জাহান পারুল (বিএনপি) মনোনয়পত্র জমা দিয়েছেন।
(দ্য রিপোর্ট/এমআরআর/এমএইচও/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)