‘তালেবানরা পাকিস্তানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিতে চায়’
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো বলেছেন, তালেবানরা পাকিস্তানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
সিন্ধু প্রদেশে দুই সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষদিন শনিবার বিলওয়াল এ কথা বলেন। তিনি এ সময় তালেবান হুমকির বিরুদ্ধে সমগ্র দেশকে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘তালেবান পাকিস্তানে সন্ত্রাসবাদের আইন জারি করতে চায়। তবে তালেবানের উদ্দেশে আমি বলতে চাই, আপনারা যদি পাকিস্তানে বাস করতে চান তাহলে আপনাদের এর সংবিধান মানতে হবে।’
বিলওয়াল আরো বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের আইন মানব না। ইসলামের নামে কেউ কেউ দেশকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।’
২০১৪ সালের শুরু থেকে পাকিস্তানজুড়ে ধারাবাহিক হামলা চালাচ্ছে তালেবান। এ সব হামলায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এ সব হামলা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় নওয়াজ শরীফ সরকার বিরোধী দলের চাপের মুখে রয়েছে।
পাকিস্তান সরকার তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজলেও ২৫ বছর বয়সী বিলওয়াল তালেবানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। (সূত্র : এএফপি)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)