দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়া শান্তি আলোচনার দ্বিতীয় দফা ব্যর্থ হওয়ার জন্য দেশটির সরকারকে দায়ি করেছে ব্রিটেন ও ফ্রান্স।

এ ব্যাপারে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ জানান, এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার সব দায় আসাদ সরকারের।

এদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফাবিউসও বলেছেন, সরকারই এ আলোচনায় অগ্রগতির পথ বন্ধ করে দিয়েছে।

সিরিয়া শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি আলোচনায় কোনো সমাধান বের করে নিয়ে আসতে না পারায় সিরিয়ার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমি সিরিয়ার জনগণের কাছে ক্ষমা চাই। দুই দফা আলোচনার পরও আমরা তাদের তেমন কোনো সহায়তা করতে পারিনি।’

দ্বিতীয় দফা শান্তি আলোচনার দ্বিতীয় পর্যায় শনিবার সকালে মাত্র ২৭ মিনিটেই শেষ হয়।

এদিকে, আসাদ সরকার ও বিদ্রোহীরা জেনেভায় তৃতীয় দফা আরেকটি শান্তি আলোচনায় বসার ব্যাপারে একমত হয়েছেন। তবে কবে এ আলোচনা কবে শুরু হবে তার কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

ব্রাহিমি জানান, তৃতীয় দফা আলোচনার ক্ষেত্রে দুই পক্ষই একটি আলোচ্যসূচির ব্যাপারে একমত হয়েছে। ওই আলোচ্যসূচিতে চারটি বিষয় প্রাধান্য পেয়েছে। চারটি বিষয় হলো- ‘সন্ত্রাস’ বা সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত লড়াই, সঙ্কট উত্তরণকালীন অন্তর্বর্তী সরকার গঠন, জাতীয় প্রতিষ্ঠান সংরক্ষণ ও জাতীয় ঐকমত্য। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)