জবিতে হল উদ্ধারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
জবি প্রতিবেদক : বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে তারা। পরে সকাল পৌনে ১১টায় কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে রায় সাহেববাজার মোড় অবরোধ করে। এতে গুলিস্তান-সদরঘাট ও
বাবুবাজার-যাত্রাবাড়ীগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া
পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
রায় সাহেববাজার মোড় অবরোধ শেষে শিক্ষার্থীরা পূর্ত ভবন ঘেরাও করবে বলে দ্য রিপোর্টকে জানিয়েছে হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলাম।
উল্লেখ্য, বেদখল হল উদ্ধারের দাবিতে গত বুধবার থেকে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
(দ্য রিপোর্ট/এলআরএস/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)