মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে শনিবার সকাল থেকেই আকাশ গম্ভীর। জেলার অধিকাংশ জায়গাতেই শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এখনো আকাশ রয়েছে মেঘলা। বৃষ্টিতে আমের মুকুল, ধানসহ কোনো কোনো ফসলের উপকার হবে আর গম, ছোলাসহ বেশকিছু ফসলের ক্ষতি হবে।

কৃষক ও কৃষি অফিস সূত্র জানিয়েছে, কোনো ফসলের জন্য এ বৃষ্টি আশীর্বাদ বয়ে এনেছে। বৃষ্টির ছোঁয়ায় প্রস্ফূটিত হবে আমের নতুন মুকুল, পরিণত হবে গাছের সবুজ পাতা, উপকার পাবেন মৌসুমি ধানচাষিরা। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে গম, ছোলা, মসুরি, সজিনার (ডাটা) ফুলসহ ডালজাতীয় সকল ফসল।

কয়েকজন চাষি জানান, এ বৃষ্টি গম-মসুরি-ছোলার ফুলে পড়ায় তাতে পচন ধরবে। এতে ক্ষতিগ্রস্ত হবে ফসলগুলোর উৎপাদন।

মেহেরপুর সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ‘এ বৃষ্টি অনেক ফসলের উপকারে আসবে। তবে বৃষ্টিতে গমের কিছু ক্ষতি হতে পারে। মসুরির যে ফুল এসেছে সেগুলো কিছুটা নষ্ট হবে। বৃষ্টি হওয়ায় আমের মুকুল ফুটবে ও চলতি মৌসুমের ধানচাষিরা বেশ উপকৃত হবেন।’

(দ্য রিপোর্ট/এএকে/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)