দ্য রিপোর্ট ডেস্ক : ট্যালেন্ট শোতে অংশ নিয়ে তারকা হওয়ার জন্য নিজ সন্তানকে বিক্রি করেছেন চীনের এক ব্যক্তি। নিজ সন্তানকে অপহরণের অভিযোগে ওই ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

ঝাও নামে ওই ব্যক্তি ট্যালেন্ট শোতে অংশ নেওয়ার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে তার ছেলেকে বিক্রি করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে ঝাওয়ের স্ত্রী ছেলেকে খুঁজে না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। গত বছর ১০ হাজার ইউয়ানের বিনিময়ে এক শিশু পাচারকারীর কাছে ছেলেকে বিক্রি করেন ঝাও। পরে ওই পাচারকারী এক সন্তানহীন দম্পতির কাছে বেশি দামে ছেলেটিকে বিক্রি করে দেয়।

এদিকে সন্তান বিক্রির টাকা দিয়ে টেলিভিশনের গায়ক হওয়ার লক্ষ্যে ঝাও ট্যালেন্ট শোয়ের নিবন্ধন ফি ও যাতায়াত খরচ দেন।

শিশু পাচারকারীরা চীনে বেশ সক্রিয়। দেশটিতে এক সন্তান নীতির কারণে দ্বিতীয় সন্তান নেওয়ার ব্যাপারে অনুমতি নেই। তবে সম্প্রতি এক সন্তান নীতি কিছুটা শিথিল করা হয়েছে। (সূত্র : টিএনএন)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)