ফেসবুক ব্যবহার করায় পাথর ছুড়ে হত্যা
দ্য রিপোর্ট ডেস্ক : ফেসবুক ব্যবহার করার অপরাধে সিরিয়ার রাক্কা শহরে এক তরুণীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, ফাতোউম আল-জাসেম নামে ওই তরুণীকে ফেসবুক ব্যবহারের অভিযোগে শরিয়া আদালতে বিচারের মুখোমুখি করা হয়। শরিয়া আদালত ফেসবুক ব্যবহারকে ব্যভিচারের সঙ্গে তুলনা করে তাকে পাথর ছুড়ে হত্যার নির্দেশ দেয়।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এ হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে জানা গেছে।
আইএসআইএস সিরিয়ার কট্টরপন্থী ইসলামী সংগঠন। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও ইরাক সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত।
আইএসআইএস ফেসবুক ব্যবহারের দায়ে ওই তরুণীকে হত্যা করলেও তাদের অঙ্গসংগঠন আল-নুসরা ফ্রন্টেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে। (সূত্র : ডেইলি ভাস্কর)
(দ্য রিপোর্ট/কেএন/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)