দ্য রিপোর্ট প্রতিবেদক : শারীরিক অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুই মামলার অভিযোগ গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ১৯ মার্চ এ সংক্রান্তে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক রেজাউল ইসলাম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী এ দিন ধার্য করেন।

রবিবার ঢাকার ৩ নাম্বার বিশেষ জজ আদালতে মামলা দুটির অভিযোগ (চার্জ) গঠন শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি আদালতে বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধীদলীয় নেত্রী ছিলেন। বর্তমানে অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারছেন না।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানের পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। মামলার অপর দুই আসামি হলেন- কাজী সলিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও শরফুদ্দিন আহমেদ। তারা আদালতে হাজির ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানও এ মামলার আসামি। তারা পলাতক রয়েছেন।

এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অপর আসামিরা হলেন- জিয়াউল ইসলাম মুন্না, মনিরুল ইসলাম খান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। তবে হারিছ চৌধুরী এ মামলায় শুরু থেকেই পলাতক।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অন্যদিকে, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাষ্টের দুর্নীতির মামলাটি দায়ের করা হয়। এ মামলায় গত বছরের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলাটিতে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

(দ্য রিপোর্ট/জেএ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)