দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অফিস করতে রবিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের ৭ নাম্বার ভবনের পঞ্চম তলায় হাজির হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু ও সচিব মিকাইল শিপার। তিন ঘণ্টা অফিস শেষে দুপুর দেড়টায় তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।

শ্রম মন্ত্রণালয়ে কোনো পূর্ণমন্ত্রী নিয়োগ না দেওয়ায় প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়েরও মন্ত্রী। এর আগে ৬ ফেব্রুয়ারি শেখ হাসিনা বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে অফিস করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ৭ নাম্বার ভবনসহ পুরো সচিবালয় এলাকা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ২ নাম্বার গেটটি বন্ধ করে দেওয়া হয়। ৭ নাম্বার ভবনের মাঝমাঝি অংশ দিয়ে কাউকে চলাচল করতে দেওয়া হয়নি। এ ছাড়া ওই ভবনের চারপাশে কোনো গাড়িও পার্কিং করতে দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রী অফিস করবেন বলে ৭ নাম্বার ভবন ও শ্রম মন্ত্রণালয়ের কয়েকটি ফ্লোর সংস্কার করা হয়েছে। উঠিয়ে ফেলা হয়েছে লিফটের সামনেসহ বিভিন্ন স্থানে লাগানো সকল পোস্টার।

নিয়ম অনুযায়ী যে কোনো মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে থাকে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)